পৃথিবীর বনাঞ্চল সম্পর্কে যে ৫টি ফ্যাক্ট হয়ত আপনি জানেন না...
পৃথিবীর জীববৈচিত্র অক্ষুন্ন রাখতে ভূ-পৃষ্ঠের বনাঞ্চলের অবদান অপরিমেয়। পৃথিবীর যাবতীয় অক্সিজেনের বড় একটা অংশ আসে এই বন থেকেই । পৃথিবীর বনাঞ্চল আসলে কতটুকু? বস্তুসংস্থানে বনাঞ্চলের ভূমিকাই বা কী? পৃথিবীতে মোট কত প্রজাতির গাছ রয়েছে? এই সকল প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে জ্ঞানী বাবা!'র আজকের আলোচনা।
পৃথিবীর স্থলভাগের ৩০ শতাংশই বন!
পৃথিবীর মোট ভু-ভাগের মধ্যে প্রায় ৩০ শতাংশ বনাঞ্চল। যার পরিমান প্রায় ১ কোটি ৬০ হাজার বর্গমাইল। সবচেয়ে বেশি বনভূমি আছে রাশিয়ার দখলে (প্রায় ৭৮ লক্ষ বর্গকিলোমিটার)। এরপরে যথাক্রমে ব্রাজিল (৪৮ লক্ষ বর্গকিলোমিটার), কানাডা (৩১ লক্ষ বর্গ কিলোমিটার), এবং চীন (১৮ লক্ষ বর্গকিলোমিটার), যুক্তরাষ্ট্র (৩ লক্ষ বর্গ কিলোমিটার)
অন্যদিকে আমাদের বাংলাদেশে মোট বনভূমির পরিমান ২৬ হাজার বর্গকিলোমিটার। (বন অধিদপ্তরের তথ্যানুযায়ী)
পৃথিবীর স্থলভাগের অর্ধেকেরও বেশি প্রাণীর অবাস বনে
পৃথিবীর স্থলভাগের ৮০ শতাংশের বেশি প্রাণী বাস করে বনাঞ্চলে। এর মধ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল আছে আমাজনের বিখ্যাত রেইনফরেস্টে। এই বনে প্রতি বর্গহেক্টরে ৩০০ টিরও বেশি প্রজাতির গাছ পাওয়া যায়।
প্রাকৃতিক জলাধার বন
বনাঞ্চলের গাছপালা বিপুল পরিমাণ পানি শোষণ করে থাকে। তাছাড়া মাটিও অঢেল পানি ধরে রাখে। পরবর্তীতে এই পানি পরিবেশে ও বায়ুমণ্ডলে পরিব্যাপ্ত হয়।
কার্বন নিঃসরণ করে বন!
শুনে অবাক হতে পারেন, গ্রীষ্মমন্ডলীয় বনগুলো পরিবেশে বিপুল পরিমান কার্বন নিঃসরণ করে. তবে তা ঘটে প্রাকৃতিক ভাবেই। এর ফলে পরিবেশের ভারসাম্যে তারতম্য দেখা যায়না। তবে কৃত্রিম কার্বন নিঃসরণ পরিবেশের জন্য ক্ষতিকর।
পৃথিবীতে গাছের প্রজাতি সংখ্যা কত?
পৃথিবী তে আসলে মোট কত প্রকার গাছ আছে তা সঠিক ভাবে বলা প্রায় অসম্ভব। তবে বিজ্ঞানীদের এখনো পর্যন্ত করা হিসেব অনুযায়ী পৃথিবীতে প্রায় ৭৩০০০ প্রজাতির গাছ আছে, যা সম্পর্কে বিজ্ঞানীরা জানেন। আরো প্রায় ৯০০০ প্রজাতির গাছ আছে যাদের সম্পর্কে কোনো ধারণা নেই বিজ্ঞানীদের!
জ্ঞানীবাবা'র আজকের প্রশ্ন-
পৃথিবীর সবচেয়ে বড় বন কোনটি এবং এটি কোথায় অবস্থিত?
জ্ঞানী বাবা'র পোস্টটি কি ভালো লেগেছে? ভালো লেগে থাকলে কমেন্টে জানাতে পারেন। আমরা আমাদের ভিউয়ারদের প্রতিটি কমেন্ট রিভিও করে থাকি!
comment url