আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কত ঘটনাই না প্রত্যক্ষ করি।
আচ্ছা, আমরা যে এত্তসব ঘটনার সাক্ষী হচ্ছি হরহামেশাই, এই সব কি বর্তমানেই
ঘটেছে নাকি আমরা অতীত দেখছি? রাতের আকাশে যে তারা দেখে আপনি-আমি বড় হয়েছি
,আসলেই কি তারাগুলো এখনোও সেখানে আছে নাকি ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে গেছে
বহুকাল আগেই? আসলেই কি আমাদের পক্ষে কখনো প্রকৃত বর্তমানের দৃশ্যপট দেখা
সম্ভব? এই সকল প্রশ্নের উত্তর মিলবে "জ্ঞানী বাবা!"র আজকের লেখায়। তাহলে চলুন, শুরু করা যাক...
কিভাবে আমরা অতীত দেখি?
ধরুণ
আপনি একটি বাসে করে কোথাও যাচ্ছেন।আপনার এক বন্ধু আপনার সিট থেকে ৩ মিটার
দূরে দাঁড়িয়ে আছে। এখন আপনি যে ৩ মিটার দূরে দাঁড়িয়ে থাকা আপনার বন্ধুকে
দেখছেন, তার জন্যে নিশ্চয়ই আলো কিছুটা সময় নিয়েছে আপনার চোখে পৌঁছতে।
এক্ষেত্রে সময় লাগবে প্রায় ১০ ন্যানোসেকেন্ড (১ ন্যানোসেকেন্ড ১ সেকেন্ডের
১০০ কোটি ভাগের ১ ভাগ)। অর্থাৎ আপনি আপনার বন্ধুর ১০ ন্যানোসেকেন্ড আগের
অবস্থা পরিলক্ষন করবেন। তার ঠিক ওই মুহূর্তের অবস্থা আপনি দেখতে পাবেন না
কখনো। এই ব্যাপারটা কিন্তু মহাবিশ্বের সকল ক্ষেত্রেই খাটে।
ন্যানোসেকেন্ড
ধারণাটি অনেক ক্ষুদ্র বলে আমরা নিত্য দিনের সময়ের হিসাব নিকাশে তেমন একটা
অসুবিধে খেয়াল করিনা। কিন্তু বিপত্তিটা বাধবে বস্তুগুলোর দূরত্ব বাড়ানো
হলে। এই ধরুন, পৃথিবী আর সূর্যের কথা। প্রঃটিবি থেকে সূর্যের দূরত্ব প্রায়
১৫ কোটি কিলোমিটার। এই বিশাল দূরত্ব অতিক্রম করতে আলো সময় নেয় প্রায় ৮
মিনিট ২০ সেকেন্ড। অর্থাৎ আমরা এখন যে সূর্য কিরণ দেখছি তা আসলে ৮ মিনিট ২০
সেকেন্ড আগে সূর্য থেকে বিচ্ছুরিত হয়েছে। অর্থাৎ আমরা বর্তমানে সূর্যের
অতীত দেখতে পাচ্ছি ! (প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড পরিমান
বর্তমানে
জেমস ওয়েব টেলিস্কোপ এর কল্যাণে আমরা অনেক দূর দূরান্তের নক্ষত্র নিয়ে
চমকপ্রদ নানান তথ্য জানতে পারছি। সেই সকল নক্ষত্রদের মধ্যে কোনো কোনোটির
দূরত্ব বিলিয়ন আলোকবর্ষেরও বেশি।এখন, যদি জেমস ওয়েব টেলিস্কোপে একটি
গ্যালাক্সির ছবি পাওয়া যায় যেটি পৃথিবী থেকে ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে
অবস্থিত; তাহলে আমরা এখন টেলিস্কোপে যে ছবি দেখতে পাচ্ছি তা এখনকার ওই
গ্যালাক্সির অবস্থা দেখাচ্ছে না। দেখাচ্ছে আজ থেকে ১৩ বিলিয়ন বছর আগের
দৃশ্যপট (যেহেতু আলোর আমাদের পৃথিবীতে পৌঁছতে ১৩ বিলিয়ন বছর সময় লেগেছে)।
আর ঠিক এই মুহূর্তে ওই গ্যালাক্সির অবস্থা জানতে আমাদের অপেক্ষা করতে হবে
আরো ১৩ বিলিয়ন (১হাজার ৩০০ কোটি বছর) বছর। কারণ আলোর ওই পথটুকু পাড়ি দিয়ে
আসতে ১৩ বিলিয়ন বছর সময় লাগবে। এই বিবেচনায় আমরা কখনো বর্তমান দেখিন;
সবসময়ই অতীত দেখি!
কেন মহাবিশ্বের ভবিষ্যত দেখা যায় না ?
প্রথমেই
বুঝতে হবে আমরা কিভাবে দেখি? মহাবিশ্বের যেকোনো বস্তু থেকে আমাদের চোখে
আলোর আসলে আমরা সেই বস্তুকে দেখতে পাই। এর অর্থ কোনো ঘটনা আগে ঘটে তার পর
এল আমাদের চোখে এসে পড়ে এরপর আমরা সে ঘটনা দেখতে পাই। অন্যদিকে ভবিষ্যত
দেকগিতে পাওয়ার অর্থ যে ঘটনা এখনোও ঘটেনি তা দেখতে পাওয়া। যেহেতু ঘটনা
ঘটেনি তাই আমাদের চোখে ঘটনাস্থল থেকে আসা আলোও আসবে না । যেহেতু আলো আসছেনা
,ফলে তা দেখার প্রশ্নও আসেনা। মূলত এই কারণেই মহাবিশ্বের ভবিষ্যৎ দেখা যায়
না।
আমাদের দৃশ্যমান মহাবিশ্বের আয়তন কত ?